নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে গুল খেয়ে মনিকা দাস (৪৫)নামে এক গৃহবধূর মৃত্যু বরণ করেছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান । উক্ত মনিকা দাস স্বামী মৃত - শিবু দাস গ্রামঃ- শোভারামপুর থানাঃ কোতোয়ালি । দীর্ঘদিন কিডনি রোগে ভুগ ছিলেন।
ডাক্তার চিকিৎসা সেবা দেওয়ার পরে একটু ভালো ছিলেন । পূর্বে গুল খাওয়ায় আসক্ত ছিলেন।অনেকদিন পরে আজকে বাজার থেকে গুল কিনে মুখে দিলে মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থ অবস্থায় সাথে সাথে তার পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কোতোয়ালি থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।