নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের ব্রাহ্মসমাজ সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মুদাররেস আলী ইসার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন।
সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা আগামীকালের মধ্যে শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবি করেন।
তারা বলেন শেখ হাসিনা এদেশ থেকে চলে গেলেও তার অনুসারীরা এখনো দেশে অবস্থান করছে তারা একের পর এক অপকর্ম করে যাচ্ছে অবিলম্বে তাদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না।
বক্তারা সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে দলের জন্য কাজ করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।