নিজস্ব প্রতিবেদক:বিপিএল শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট মাস্টার কলোনি একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে সেভেন স্টার ক্লাব।
শুক্রবার রাতে শহরের বিসর্জন ঘাট মাঠে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টের আয়োজক ছিলেন সন্ত্রাস প্রতিরোধ ও সমাজ কল্যাণ সমিতি ফরিদপুর।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ , জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল । নক আউট পদ্ধতিতে মোট ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বক্তারা আশাবাদ করেন এলাকার সন্ত্রাস দূরীকরণ এবং যুব সমাজকে খেলার দিকে ধাবিত করার জন্য এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বক্তারা বলেন আগামীতে যুব সমাজের খেলাধুলার জন্য সব রকমের সহযোগিতা করা হবে।
আমরা আপনাদের পাশে থাকতে চাই। যেকোনো কর্মকাণ্ডে আপনারা আমাদের সহযোগিতা পাবেন । তারা এরকম একটা প্রতিযোগিতা করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হাদী, ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন তন্ময়। এছাড়াও প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা কারী দুই অ্যাম্পিয়ার বাবু এবং নাজমুল আজও কমিটির সদস্যবৃন্দ কে ও পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ট্রফি ও ১০ হাজার টাকা রানার আপ দল ট্রফি এবং ৫০০০ টাকা পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উভয় দলের খেলোয়াড় কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট সার্বিক সহযোগিতা ছিলেন তাজুল ইসলাম, রাকিব শাহাল, সুজন, সাদ্দাম , পারভেজ ও আরাফ।