আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), রাজবাড়ী : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার শতাধিক সাংবাদিক একত্রিত হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
“সাংবাদিক হত্যার বিচার না হলে রাষ্ট্র দায়ী থাকবে” — মানববন্ধনে বক্তারা বলেন,
> “তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অতীতের সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সব সাংবাদিক হত্যার বিচার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে।”
তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যার বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এসময় মানববন্ধনে, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, আজকের সারা দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও সদস্য কালুখালী প্রেসক্লাব আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা) বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, গ্লোবাল টিভির রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন, ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল,পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ উপজেলার শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও জাতীয়-স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেট ঘুরে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
উল্লেখ্য থাকে যে গত ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদের ঘটনা মোবাইলে ধারণ করেন সাংবাদিক তুহিন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধাওয়া করে মসজিদ মার্কেটের সামনে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করে।
তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ২০০৫ সাল থেকে ওই এলাকায় বসবাস করছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।