নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল দশটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক
কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আজমির হোসেন , ফরিদপুর জেলা এনএসআই উপ পরিচালক ইকবাল হোসেন,
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান,
আনসার অ্যাডজুডেন্ট অরূপ দাস, ফরিদপুর জেল সুপার নজরুল ইসলাম, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাশেম আলী, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম ,
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী , সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এবং আগামী দিনে আইনশৃঙ্খলা উন্নতির জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরে করণীয় নিয়ে আলোচনা করা হয়।এছাড়া মহাসড়কে দুর্ঘটনা কমাতে ইজিবাইক চলাচল সম্পূর্ণভাবে নিষেধ করার উপর আলোকপাত করা হয় । এবং এক্ষেত্রে কেউ সরকারি আদেশ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।, গাড়ি চালকদের ডোপটেস্টের সংখ্যা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়
এছাড়া ফরিদপুরের সকল অটোরিক্সাগুলোকে একটি নিবন্ধনের আওতায় নিয়ে আসা যেতে পারে। তা না হলে শহরে জ্যাম বেশি সৃষ্টি হবে শহরবাসী দুর্ভোগে পড়বে বলে জানানো হয়। এছাড়া
মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হলে, মোবাইল কোর্ট পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সড়ক ও মহাসড়কে বাড়ির আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করলে চুরির নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এছাড়া রাস্তার পাশে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা,
বাল্যবিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে আরও বিশেষ নজর দেয়া ইউনিয়ন পর্যায়ে ব্যক্তিবর্গ নিয়ে বাল্যবিবাহ
রোধ কল্পে উন্মুক্ত আলোচনা করতে হবে।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা করতে হবে। ফরিদপুর শহরে
আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় পুলিশি টহল জোর দাবি জানানোর হয়। নতুন বাস স্ট্যান্ড রেফেলস এর মোড় ভাঙ্গা গোলচত্বর মোড় এর রাস্তার বেহাল দশা বিধায় রাস্তার সংস্কারের দাবি তুলে আলোচনা করা হয় ।