প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১১:৫২ এ.এম
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

- আবিদুর রহমান নিপু : ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদে আজ শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ, প্রমূখ। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গত পরশু গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান
তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বক্তারা বলেন
সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে
আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে । দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক।
বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে।
আজও দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের নির্যাতন শিকার হতে হচ্ছে।
সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে ।
অবিলম্বে এ সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এ ছাড়া সারাদেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
Design And Develop By Coder Boss