রবিউল হাসান (রাজিব): বাংলাদেশ মানবাধিকার কমিশন, আঞ্চলিক শাখা (বৃহত্তর ফরিদপুর) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৯ই আগষ্ট ২০২৫ইং শনিবার বিকেল ৩ টায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, আঞ্চলিক শাখা (বৃহত্তর ফরিদপুর) সভাপতি এ্যাড: আব্দুস ছামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর আইনজীবী সমিতির সহ সভাপতি এ্যাড: তারেক আইয়ুব খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার
সম্পাদক ও প্রকাশক ও কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড: আঃ কাদের মিয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, আঞ্চলিক শাখা (বৃহত্তর ফরিদপুর) সাধারণ সম্পাদক এ্যাড: বিশ্বনাথ সরকার স্বাধীন।
বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা কেন্দ্রীয় কমিটির বিশেষ দূত মোল্যা নাছিরউদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড: প্রদীপ কুমার দাস লক্ষণ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখা (বৃহত্তর ফরিদপুর) সহ সভাপতি ও ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান এবং সহ-সভাপতি ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো: রবিউল হাসান (রাজিব)।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, আঞ্চলিক শাখা (বৃহত্তর ফরিদপুর) নির্বাহী সভাপতি সৈয়দ আজমল হোসেন সাবু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ফরিদপুর আঞ্চলিক শাখার গোপালগঞ্জ প্রতিনিধি এ্যাড: মহিউদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর কোতোয়ালি থানা শাখার সভাপতি ও সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো: হায়দার খান, মানবাধিকার কমিশনের জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রভাষক সবিতা বৈরাগী।
এ ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর বিভিন্ন শাখার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে মানবাধিকার এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও মানবাধিকার বিষয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।