নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে ফরিদপুর প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ প্রেস ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তার সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করা হয়।