মাহবুব পিয়াল: এই বর্ষা মৌসুমে ফরিদপুরের চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপ, জোক সহ নানা বিষাক্ত সাপ ও পোকা মাকড় থেকে কৃষক ও কৃষানিদের রক্ষা করতে গামবুট জুতা বিতরন করা হয়েছে।
ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা আমরা কাজ করি -একেকের উদ্যোগে বুধবার সকাল ১০টায় শহরের টেপাখোলা বিন্দাবনের মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক ও কৃষানিদের মাঝে গামবুট জুতা বিতরন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর,ফরিদপুরের উপ-পরিচালক মো:শাহিদুজ্জামান।এসময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব পিয়াল, আমরা কাজ করি -একেকের আর এন টিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কুদ্দুস মিয়া উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চরাঞ্চলে কৃষক ও কৃষানীদের বর্ষাকালে চাষাবাদ এর শোভন পরিবেশ নিশ্চিত করতে বিষধর রাসেল ভাইপার সাপ, জোক সহ নানা পোকার আক্রমন থেকে রক্ষা পেতে গামবুট জুতা সহায়ক হবে।এবং ভয় ভিতি দুর করে তারা নিশ্চিন্তে মাঠে কাজ করতে পারবে।এদিন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ও চরভদ্রাসন উপজেলার গাজিরট্যাক এলাকার তিন শতাধিক কৃষক ও কৃষানিদের মাঝে গামবুট জুতা বিতরন করা হয়।
অনুষ্টানে বিষধর রাসেল ভাইপার সাপের কামড় থেকে বেঁচে আসা কয়েক জন কৃষক তাদের অভিজ্ঞতার বনর্না দেন।