নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মোঃ হাশেম আলী,
জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল,
রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম,
ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( টিটিসির) অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলেন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে আজকে আমরা এই দিনটি পালন করছি। বক্তারা বলেন আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে ।কেননা মাদক একটি পরিবার, সমাজ, ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। এক্ষেত্রে যে যার যার জায়গা থেকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তারা বলেন
আমরা আমাদের সন্তানদেরকে মাদক মুক্ত রাখি। আগামী বাংলাদেশ হবে একটি মাদক মুক্ত বাংলাদেশ। বক্তারা বলেন মানসিক, শারীরিক এবং অর্থনৈতিকভাবে মাদক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে।