নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দক্ষিন হাসান দিয়া গ্রামের প্রবাসী মো. ইউসুফ শেখের বাড়িতে ডাকাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।
ডাকাতের হামলায় আহত গর্ভবতী এক নারীকে গুরুতর সংকটাপন্ন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাতে সংঘটিত হয় বলে অভিযোগ পরিবারের।
ডাকাতের সময় ঘরে অবস্থানরত প্রবাসী ইউসুফ শেখ এর বোন পারভিন আক্তার ও নাসিমা আক্তার জানান, ঘরের পশ্চিম পাশের দরজা ভেঙ্গে টাকাটা ঘরে প্রবেশ করে বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
তারা জানান এ সময় ডাকাতের হামলায় প্রবাসীর স্ত্রী ইনসানা বেগম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে বোয়ালমারি থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি ডাকাতি নাকি অন্য কিছু সেটা তদন্ত শেষে বলা যাবে।