প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৩০ পি.এম
আশাশুনিতে রোজা ও যাকাতের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোছাদ্দেক হোসেন, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা জামায়াতের উদ্যোগে রোজা ও যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত । শুক্রবার সকাল ১০ টায় আশাশুনি মহিলা কলেজ অডিটরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সাবেক জেলা আমীর ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী মুহাদ্দিস রবিউল বাশার। "রোজা ও যাকাতের তাৎপর্যের উপর" প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শুরা সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, নায়েবে মাওঃ মোশারফ হোসেন, সহ-সেক্রেটারী প্রভাষক শাহজাহান আলী, মাওঃ আব্দুল বারী, ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, আইবিডাব্লিউএফ সভাপতি এ বিএম আলমগীর পিন্টু প্রমুখ।
মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এই কারণে পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের কোন অংশ বাদ দেওয়া যাবে না। হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়, মাথায় দংশন করতে থাকবে। যাকাত ৮টি খাতে আদায় করতে হবে।
Design And Develop By Coder Boss