প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৭:৫৩ পি.এম
বোয়ালমারীতে তারুণ্য মেলা অনুষ্ঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে এ তারুণ্য মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান নান্নু মিয়া, সমাজ সেবক বদিউজ্জামাল খান টুলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস, অভিভাবক সদস্য হাফিজুর রহমান সন্টু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার প্রমুখ। মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫টি স্টল অংশ নেয়। দশম শ্রেণির শিক্ষার্থীরা পিঠাপুলির, নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কারু ও হস্তশিল্পের, সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা মৃৎশিল্প ও পিঠাপুলি এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বইয়ের স্টল দেয়। মেলায় ফরিদপুরের বিভিন্ন ধরনের শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শন এবং বিক্রি করা হয়। মেলা সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলে।
Design And Develop By Coder Boss